College HSC XI Class Admission 2022:
এইচএসসি একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নীতিমালা ও বিজ্ঞপ্তি-২০২২
দেশের সকল সাধারণ বোর্ডের এইচএসসি একাদশ শ্রেণির কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অনলাইনে ভর্তি আবেদনের নিয়ম ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তির নিয়মকানুন সম্বলিত নীতিমালা, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বরাবরের মত এবারও ভর্তির অনলাইন আবেদন থেকে শুরু করে, ভর্তি মেধাতালিকা প্রকাশ ও ভর্তির যাবতীয় কার্যাবলী অনলাইনে সম্পাদিত হবে।
ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ থেকে। আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদ হতে ভর্তি আবেদনের যোগ্যতা, ভর্তির সময়সূচি ও ভর্তি ফি সহ ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জানুন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজের এইচএসসি একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা
যে কোন অনুমোদিত বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।
বিদেশী কোন বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান হতে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড কর্তৃক সনদের মান নির্ধারণের পর ভর্তি হতে পারবে।
এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হতে পারবে।
মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।
ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপে ভর্তি হতে পারবে।
একাদশে ভর্তির জন্য কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র অনলাইনে আবেদনের পর, এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি করা হবে।
College Admission Timetable 2022: একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি
সরকারি-বেসরকারি সকল কলেজে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
আবেদনের ঠিকানা: xiclassadmission.gov.bd
আবেদন গ্রহণ শুরু হবে ০৮/০১/২০২২ খ্রি. তারিখ হতে। আর আবেদন করা যাবে ১৫/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা যাবে ১৭/০১/২০২২ থেকে ২১/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
শুধুমাত্র পুনঃনিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহন করা হবে ২২ থেকে ২৩/০১/২০২২ খ্রি. তারিখ পর্য্ন্ত।
কলেজ পছন্দক্রম পরিবর্তন করা যাবে আবেদনের সময় হতে ২৪/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
তিন ধাপে মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফল প্রকাশ করা হবে। ১ম ধাপের ফল প্রকাশ ২৯ জানুয়ারি, ২য় ধাপের ফল প্রকাশিত হবে ১০ ফেব্রুয়ারি এবং সবশেষ ৩য় ধাপের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশে ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে।
এছাড়া ভর্তি বিজ্ঞপ্তিতে, বিভিন্ন পর্যায়ের কলেজ নিশ্চয়ন, ২য় ও ৩য় পর্যায়ের আবেদন গ্রহণের দিন তারিখ নির্ধারণ করা করে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন